text
stringlengths 7
1.45k
| label
int64 0
1
|
---|---|
সময় নষ্ট। এগুলা কোনো বিনোদন এর জাতের মধ্যে পরে না।
| 0 |
সময় নষ্ট
| 0 |
অনেক ভালো লাগলো
| 1 |
নষ্টামি একটু বেশি এ হয়ে গেল না?বান্নাহ?
| 0 |
দেশে কি নায়িকার অভাব এক গুড়ার আন্ডা দিয়েই বার বার নাটক বানানো হয় এর জন্যই এইদেশের বেশীর ভাগ ডিরেক্টর দের পছন্দ হয় না
| 0 |
ভাল বাসা এমন হওয়াই উচিত
| 1 |
খুবই খুবই ভাল।আর কিছু বলার নেই! Lovely
| 1 |
কিছু বলার নাইএক কথায় অসাধারণ প্রিয় জুটি
| 1 |
মনটা ভরে গেল এ রকম একটা নাটক দেখার পরে সবাইকে ধন্যবাদ পরিচালক এবং যারা অভিনয় করেছেন অসাধারণ হয়েছে নাটকটা
| 1 |
অনেক অনেক ধন্যবাদ মিজানুর রহমান আরিয়ানকে এত সুন্দর নাটক উপহার দেওয়ার জন্ন
| 1 |
সেরা ভাই আসাধারণ বাস্তবতা আছে।
| 1 |
এত অসাধারণ।। আরিয়ান ভাই। এরুকুম অন্তত প্রতি বছরে ৩টি নাটক দেখতে চাই।।
| 1 |
আমার দেখা সেরা নাটক,,,,,
| 1 |
মনটা খারাপ ছিল। নাটগটা দেখে মনটা ভালো হলো। খুব সুন্দর একটা নাটগ
| 1 |
আপু তোমার নাটকে মুভমেন্ট টা অনেক ভালো ছিল।নিসু ভাইয়াকে অনেক ধন্যবাদ এইরকম একটা নাটক আমাদের উপহার দেওয়ার জন্য
| 1 |
এই ঈদের ফালতু নাটকসময়টা নস্ট করলাম
| 0 |
অসাধারণ গল্প। একটুও মিস করিনি...
| 1 |
সুপার সুপার লাভ ষ্টোরি ৷ সত্যি অনেক অনেক ভালো লাগছে ৷ ধন্যবাদ মিজানুর রহমান ৷ লাভ ইউ বস অপূর্ব
| 1 |
ভালবাসা অবিরাম
| 1 |
সরাসরি sex দিয়ে দিতা, অশ্লীলতা আর কত শামীম ভাই?
| 0 |
নাটকে নামাজ পড়ার দাওয়াত দেওয়া টা মাশা-আল্লাহ ভালো লাগছে অনেক
| 1 |
আ খ ম হাসান কে এই নাটকে ভালো লাগেনি কারণ তার শরীরের সাথে এতো খাবার মানায় না। কিন্তু তার অভিনয় অসাধারন।
| 1 |
নাটকটা দেখতে দেখতে চোখ কখনযে ভিজে গেছে বুজতে পারিনাই ..খুশি আপা মনটাকে বেজায় অখুশি বানায় দিলো ..অসাধারণ অভিনয়
| 1 |
নাটকের কাহিনি টা খুব সুন্দর
| 1 |
কি বালছালের নাটক এসব৷ দিনে দিনে দেশের নাটক ইন্ডাস্ট্রির গোয়া মাইরা দিতেছে। নাটকের স্ক্রিপ্ট রাইটারের মাইরে বাপ সাউয়ার পোলারা।
| 0 |
ফালতু নাটক একটা, এই কি বানালো
| 0 |
অনেক সুন্দর এবং অতি বাস্তবিক একটি স্ক্রিপ্ট ... বাংলা চলচ্চিত্রে না পারি... অন্তত বাংলাদেশী হিসেবে নিজের দেশের নাটক গুলি নিয়ে সত্যিই অনেক গর্ববোধ করে বলতে পারি।।সিনেমা হল গুলোতে মুভি না চালিয়ে নাটক চালানো দরকার।
| 1 |
যোগ্য প্রাথী হারালে কানতে হবে আড়ালে।
| 0 |
যারা কমেন্ট করেছে ‘‘অপূর্ব মেহজাবিনকে জড়িয়ে ধরার সময়ে মিথিলার ছবিটি ডিলিট করে দেওয়া উচিত ছিল।’’ তাদের বলছি-ছবিটি ডিলিট করে দিলে কি হত?ছবিটি ডিলিট করে দিলে শুধু মোবাইল থেকেই মুছে যেত ছবিটি, অপূর্বের মন থেকে না। একসাথে চলতে-চলতে হয়ত অপূর্ব মেহজাবিনে ভালবেসে ফেলবে কিন্তু মিথিলাকে যেভাবে ভালবেসেছিল সেভাবে কখনোই পারবে না। :)
| 1 |
এই স্টুডেন্ট এর ক্যারেক্টার টা পুরা নাটকের কমপ্লেক্সান টা নষ্ট করে দিসে।
| 0 |
প্রিয় মানুষের প্রিয় নাটক→অবুজ দিনের গল্প, নাটক টা না দেখলে বুঝতে পারতাম না, বাংলা নাটক এতো সুন্দর হয়....নাটকের দুনিয়া আমরাই সেরা
| 1 |
শেষ টা আরেকটু ভাল হতে পারতো
| 1 |
সত্যি ওনেক ভালো লাগলো,,,,,কিন্তু সবার লাষ্টে মিল হলে ভালো লাগতো র ও
| 1 |
অসাধারণ হইছে
| 1 |
মোশাররফের মত একজন অভিনেতাকে পুরা ভাদাইম্যা বানায়া ফেলছে!!!
| 0 |
ছেড়ে আসা যায় কিন্তু ছেড়ে থাকা যায় না রাগ করা,যায় কিন্তু রাগ করে থাকা যায় না
| 1 |
ভাল লাকচে ভাই
| 1 |
নাটক এর গল্পটা খুব ভালো লাগলো
| 1 |
Wow অসাধারন,,,,
| 1 |
এক কথায় অাসাধরন
| 1 |
নাটকটা সত্যিই অসাধারন আর আপনার লিখা নাটক নিয়ে কোন আলাদা মন্তব্য নাই। সত্যিই চমৎকার গল্পগুলো,, কিন্ত এখানে তানজিন তিশার অভিনয়টি ভালো লাগেনি। আমার মতে ওর মাঝে অভিনয়টি ফুটে উঠেনি,, আপনার একজন ভক্ত হিসেবে এটা আমার মতামত কিছু মনে করবেন না ধন্যবাদ।
| 1 |
নিশু ভাই আপনার সব গুলো নাটক থেকে বেশি ভালো হয়েছে
| 1 |
একতরফা ভালোবাসার আরো নাটক চাই
| 1 |
শেষ দিয়ে খুব ভালো ছিল'
| 1 |
অসাধারণ। আবারো মুগ্ধ হলাম 'অপূর্ব ' অভিনয়ে। মিজানুর ভাই আপনার কাজের তুলনা হয় না। আপনি ঠিক জানেন মানুষের মন কিভাবে ছুঁতে হয়। আমাদের কলকাতায় আপনার মত কাউকে ভীষণ দরকার। বাংলাদেশের নাটকের বহু দিনের ভক্ত আমি। আবারো প্রেমে পরলাম নতুন করে। ধন্যবাদ এরকম নাটক উপহার দেবার জন্য। আরও চাই এরকম। শুভকামনা রইলো।
| 1 |
প্রথম দিকে ভালোই হইলো but finishing ভালো হয় নাই
| 0 |
অসাধারণ একটি নাটক
| 1 |
অসাধারণ।
| 1 |
ভাইয়ের নাটক সব সময় বেস্ট
| 1 |
অনেক ভালো লাগলো
| 1 |
বাকি আছে সেই রকম গাজা খোর.
| 0 |
বস বলে কথা।পলাশ এবং তিশার অভিনয় কিন্তু ভালো ছিলো বসের সাথে।
| 1 |
সবচেয়ে বেষ্ট পার্ট ছিল ডাক্তারের কাছে হাত ধরে টেনে নিয়ে যাওয়া। ভালোবাসার প্রমাণ দেয়ার জন্য যথেষ্ট। অসাধারণ নাটক। এরই নাম ভালোবাসা। নাই কোন মাখামাখি, নাই মেকআপের বাহুল্যতা।।।।
| 1 |
অনেক সুন্দর
| 1 |
মানে এইটা কোনো নাটক হলো।Fuc****.
| 0 |
অসাধারণ নাটক ভাই, অস্থির হইছে নাটক টা, সমাজের সব জায়গায় এমন হলে ভালো হতো, অনেক ভালো লাগলো নাটকটা, ধন্যবাদ নিশো ভাই
| 1 |
এক কথায় "অস্থির", প্রথম ভালবাসাগুলো বুঝি এমনি হয়।
| 1 |
সস্তা গল্প আর কতদিন ?
| 0 |
ফালতু একটা নাটক.... এবং ফালতু অভিনয়
| 0 |
একটা মেসেজ কিন্তু এখানে টিকই ছিল কারা কারা নোটিস করছে জানি না, ব্রেকাপ হলে বা ছেড়ে চলে গেলে ভেঙ্গে না পড়ে নিজেকে চেঞ্জ করা, এন্ড প্রতিষ্টিত করা উচিৎ, আর যে আপনাকে ডিজার্ব করবে সেই আপনার হবে, হয়তো সে আপনার এক্স বা এরচেয়েও ভালো কেউ । বিঃদ্রঃ কোন ক্রেকটার লেসের কাছে ব্যাক করবেন না সে যতই সুন্দরী হোক না কেনো, কারণ সে আপনার থেকেও বেটার কাউকে খুজতে থাকবে আপনি যতই স্মার্ট আর প্রতিষ্টিত হন না কেনো...!
| 1 |
আমি বিশ্বাস করি, বাংলাদেশের নাটক পুরোবিশ্বের জন্য একটি নমুনা, একটা উদাহরণ। আমি এটাও বিশ্বাস করি, দেশের ইয়ুথ, প্রেজেন্ট জেনারেশনদের জন্য এরকম ক্রিয়েটিভ আর্টিস্টরা যে পরিশ্রম আমাদের একটা সুন্দর জীবনের জন্য উপহার দিয়ে যাচ্ছেন, সেগুলোও সারাবিশ্বের জন্য দেখবার বিষয়। একটা নাটকের মাধ্যমে সারাজীবন, বাস্তবিক প্রেক্ষাপট, পরিণতি এসব এতো নিখুঁত ভাবে আনা যায় সেটা কল্পনাতীত ছিল। পুরো পৃথিবীতে আর হাজার যায় হোক, নাটকের ক্ষেত্তে আমাদের দেশের চেয়ে অন্যান্য দেশ হাজারগুণ পিছিয়ে এবং তাদের শিখবার অনেক কিছু আছে আমাদের কাছ থেকে। অল্প বাজেটে এতো সুন্দর ক্রিয়েটিভিটি শুধু বাংলা নাটকেই মিলবে, যেখানে অন্যান্য দেশ বিশাল বিশাল বাজেট খরচ করে সিরিয়াল, ড্রামা এসব বানিয়ে ইয়ুথকে নষ্ট করার দুর্নাম কুড়াচ্ছে। তানজীন তিশা, মেহেজাবিন, নাদিয়া, অপূর্ব, ইরফান, জোভান আরো অনেকেই অসাধারণত্ব দেখিয়েই চলছে। আর বান্না স্যার আর আরিয়ান স্যারের তো অবিশ্বাস্যরকম ক্রিয়েটিভিটি মুগ্ধ করার মতো।। এই নাটক চোখে জল আনতে বাধ্য করলো, আমি কৃতজ্ঞ...
| 1 |
মোশাররফ হোসেন অনেক ভালো অভিনেতা। কিন্তু সেই ব্যাক্তিত্বহীন।। যেই কোন নাটকেই অভিনয় করে।।
| 0 |
এই নাটকটাকে শুধু ধার্মিক বললে ভুল হবে এটা আসলে একটি সুষ্ঠ মানসিকতার সমাজ ব্যবস্থাকে তুলে ধরা হয়েছে। আমাদের সমাজ এমন সুষ্ঠ ও সুন্দর মানসিকতায় রূপলাভ করুক এই দুআই করি। ধন্যবাদ পরিচালক ভাইকে সুন্দর একটি নাটক উপহার দেয়ার জন্য নাটকে যে এত নরম ভদ্র ভাবে অভিনয় করলো এমনভাবে যদি রিয়েল জীবনে তারা করতো তাহলে তাদের পরকালে আর কোন ভয় থাকতোনা
| 1 |
তিশা আপুর অভিনয় সত্যিই অতুলনীয় হয়েছে। আর বাঁশির সুরটাতো যেন তার অভিনয়ের সাথে তালে তাল মিলাচ্ছিলো।
| 1 |
সাবিলা নুর ওভার অ্যাক্টিং করে। বাজে অভিনয়।।
| 0 |
কিং নিশো
| 1 |
হারি আপ ব্রাদার! অ্যাটেনশন প্লিজ—বিলিভ মি, লেকচার আমি দিমু না। লেকচার আমি দিতে আসি নাই। মাগার ভাইয়া, পেঁয়াজের প্যাঁচে দ্যাশের ফাঁইস্যা যাওয়া দেইখ্যা দুই হরফ না কয়া উপায় নাই। কারেন্টের জালে আটকা খাওয়ার পর ভেটকি মাছ যেই তরিকায় দাঁত কেটকি মারে, পাবলিক অহন সেই দশায়। এই নিয়া বয়ান না দিলে হাজেরানে মজলিশ বইলা বসতে পারে, ‘এত্তো বড় ঝাঁজওয়ালা ইস্যু চাপা দিলা! এইডা একটা কাম করলা মিয়া?’ সো, দাদাভাই, গোল হয়া দাগের বাইরে দাঁড়ায়া, দুই হাতের বান্ধন ছাড়ায়া, কান দুইডা খাড়ায়া শোনেন।পরশু দিনকার ঘটনা। ‘এই হোটেলে সুলভে খাইবার সুব্যবস্থা আছে’—সাইনবোর্ড দেইখা ঢুকছিলাম ভাতের হোটেলে। ঢুইক্যা দেখি খাবার টেবিলডার পর নোটিশ লটকানো—‘খাইবার সময় পেঁয়াজ চাহিয়া লজ্জা দিবেন না’। এক কেজি পেঁয়াজের দাম যদি দেড় শ টাকা হয় তাইলে এই নোটিশ না টাঙ্গায়া উপায় আছে? হোটেলওয়ালা লজ্জা দিতে মানা করছে। আরে হুমুন্দি! লজ্জা দিমু কেমনে? আমার নিজের কাছে লজ্জা শরম থাকলে তো তরে দিমু! যারা পেঁয়াজ নিয়া লারাচারা করতাছেন তাগো কাছ থিকা কিছু লজ্জা শরম ধার কইরা হয়তো দিতে পারতাম। কিন্তু তারা তো পেঁয়াজ–রসুন ছাড়া আর কিছু মজুত করে না।
| 0 |
বাস্তবধর্মী একটা নাটক...ভাল লেগেছে..
| 1 |
জমজ & সেই রকম কাচ্ছি খোর দুটি ফালতু নাটক.. টাইম ওয়েস্ট হলো.. আগের সিরিজ গুলা কত ফাটাফাটি ছিল..
| 0 |
এগুলো কি জন্তু?খাটে বসে ভাত খায়।
| 0 |
অসাধারণ একটা নাটক,,, শেষ টুকু দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি,,,ঈদের সেরা নাটক আমার মনে হয়
| 1 |
নাটক সিনেমায় কি কখনো শুদ্ধ ভাষার প্রয়োগ হবে না!!!
| 0 |
অনেক সুন্দর একটা নাটক বাট জেরিনের সাথে এক বার জন্য হলেও দেখা করা দরকার ছিলো তাহলে বলতে পারত যে আমি ও পাইলাট হয়ছি.......
| 1 |
নিশো ভাইয়ের নাটক যেন এমন অশ্লীল হবে ভাবতে পারি নাই। ভাই নাটক গুলো পরিবেশ বান্দব করেন।
| 0 |
ফালতু নাটক
| 0 |
আফরান নিশোর এর সেরা নাটক কে কে এক মত 👈👈
| 1 |
শেষ টা এত কষ্ট দিল আমায়
| 0 |
ওরা হচ্ছে সমাজ নষ্ট হওয়ার জন্য দাই
| 0 |
নিসু,,,,,মানে সেরা,,,,বাংলাবাংলার সেরা নাটক
| 1 |
এক্স বয়ফ্রেন্ড টু চাই।শালির ঘরের শালি টা বেস্ট ছিল।মেয়েরা শত ভুল করে Just একবার Sorry বললেই সব ঠিক আর ছেলেরা একবার ভুল করে শত Sorry বললেও কিছুই ঠিক হয়না।
| 0 |
শূন্য কখনো ভালবাসা হতে পারে না কিন্তু ভালবাসা আমাদের শূন্য করে দিয়ে যায়।
| 1 |
অসাধারন নাটক
| 1 |
সুপার নাটক ভাই
| 1 |
একদম নিখুঁত অভিনয়়। এইসব নাটক গুলা কেন যে চ্যানেল পায় না বুঝি ইই না। অন্তত্য এইটা চ্যানেল পাওয়া উচিত ছিল।
| 1 |
আরফান নিশো & অপুর্ব তাদের নাটক দেখতে কখনোও মিস করিনা।নাটকটি অনেক ভালো লাগলো!!
| 1 |
এক কথায় অসাধারণ
| 1 |
তিশার অভিনয় সত্যিই দিনদিন নুসরাত ইমরোজ তিশার মতন মুগ্ধকর হচ্ছে।
| 1 |
এত সুন্দর নাটক আমার জীবনের প্রথমবার দেখলাম, সত্যিই অনেককিছু শেখার আছে এখান থেকে।
| 1 |
একই ভাঙা ক্যাসেট কতদিন চলবে
| 0 |
ইউটিউব এখন আর ইউটিউব নাই বর্তমানে ইউটিউব এ্যাডটিউব হয়ে গেছে।
| 0 |
আমি জীবনে অনেক নাটক দেখছি।কিন্তু এই নাটকের মত ফালতু নাটক জীবনেও দেখি নাই
| 0 |
শিহাব শাহীন মানেই অসাধারন টুইস্ট।স্যালুট বস....
| 1 |
মাইগা নাটক
| 0 |
প্রথম প্রেমটা লুকিয়ে থাকে জীবনের কোথাও।কৈশোরের কলেজ পালিয়ে একটু দেখা করাটা কিংবা ভার্সিটির ক্যাফেটেরিয়াতে প্রথম দেখাটা।ভাল থাকুক প্রথম ভালবাসা স্রষ্টা যা ভাল বুঝে তাই করেছেন।কিন্তু সত্যিই ভাগ্যে না থাকলে কিছু করার নাই।ধন্যবাদ আরিয়ান স্যার চমত্কার কাজটা হয়েছে।
| 1 |
আসলেই সুন্দর নাটক।জীবনের প্রথম ভালোবাসা কখনো ভোলা যায় না খুব সুন্দর নাটক এটি
| 1 |
অনেক অনেক ভালো হয়েছে কাজটা।ধন্যবাদ নিশো ,তিশাএবংঅমিকে।নাটকটির মধ্যে একটা পবিত্র পবিত্র ভাব ছিল।এখানে সর্বশ্রেষ্ঠ উপদেশ ছিল নামাজ পড়া।আবারও ধন্যবাদ অমি এবং নিশোকে।
| 1 |
শালা মোশারফ। এই বাল টাকা পাইলে যা দিবে তাতেই কাজ করবে। আর যারা নাটক লেখে তারাও কম মাদার চো* না। একবার এই খোঁড় বের করছে তো করছেই। এই ঈদ এ বের কর "সেই রকম মাগি খোঁড়"। মুখ আর মেজেজ ঠিক থাকে না এগুলা দেখলে
| 0 |
নিশো ভাই ধুমপান করবেন না অনুরোধ রইল। অসুস্থ হয়ে পড়লে আপনার ক্যারিয়ার ও খ্যাতির ক্ষতি হয়ে যাবে।
| 0 |
অসাধারণডায়লগ গুলো সুন্দর। প্রত্যকটা কথা ভালো লেগেছে।
| 1 |
ঈদের সেরা উপহার পেলাম,,,সত্যি অন্তর ছুঁয়ে যাওয়ার মত গল্প
| 1 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.